১৫ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

Oct 17, 2013, 2:31:55 PM

প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার খালিসপুর বাজারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জায়দুল ইসলাম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় মৃতের ছোট ভাই সেলিম হোসেন (১৭) গুরুতর আহত হয়। নিহত জায়দুল খালিসপুর গ্রামের সামাদ খানের ছেলে। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, ঈদের দিন বুধবার সকালে খালিসপুর বাজারে রফিক হোসেনের লন্ড্রির দোকানে কাপড় আয়রন করা নিয়ে রফিকের সঙ্গে জায়দুলের কথা কাটাকাটি হয়। ওই ঘটনার জের ধরে বেলা ১১টার দিকে বাজারে রফিক ও জায়দুলের মধ্যে আবারো কথা কাটাকাটির এক পর্যায়ে রফিক জায়দুলকে ছুরি দিয়ে আঘাত করে।  এ সময় জায়দুলের ছোট ভাই সেলিম এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে রফিক। পরে স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে জায়দুলের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি। 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com