১৫ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

ভাঙ্গুড়ায় কৃতি শিার্থীকে সংবর্ধনা

Oct 19, 2013, 2:35:37 AM

ভাঙ্গুড়ায় কৃতি শিার্থীকে সংবর্ধনা

মো.মনিরুজ্জামান ফারুক : পবিত্র ঈদ-উল আযহা উদযাপন উপল্েয গত ১৭ অক্টোবর কৃতি শিার্থীদের সংবর্ধনার আয়োজন করে পাবনার ভাঙ্গুড়ার অর্গানাইজেশন অব স্টুডেন্টস ওয়েলফেয়ার, বেতুয়ান। এ দিন উপজেলার ৬৬ জন কৃতি শিার্থীকে বিভিন্ন ক্যাটাগরির ভিত্তিতে সংবর্ধনা প্রদান করা হয়। বেতুয়ান তরুণ সংঘের সহযোগিতায় ঐতিহ্যবাহি ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের প্রধান বিজ্ঞানী ড.মো.লতিফুল বারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড.জি.এম গোলজার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভাঙ্গুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. বাকি ্িবল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুল হক, পেট্রোবাংলার ডিজিএম প্রকৌশলী সুলতান আহমেদ, মৎস্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম,অধ্য এসএম শফিউর রহমান, অধ্য সাইদুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মেহেদি হাসান। সংবর্ধনা অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন স্টুডেন্টস ওয়েলফেয়ার অব বেতুয়ান-এর সাধারণ সম্পাদক ডা.জাকারিয়া খান মানিক। পরে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com