১৫ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

ঈশ্বরদী প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

Oct 21, 2013, 6:39:21 PM

ঈশ্বরদী প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

 ঈশ্বরদী প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিক ভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত কমিটির প্রথম সভা রবিবার সন্ধ্যায় প্রেসক্লাব সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আজিজুর রহমান শাহিন। সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন সহ সভাপতি কে.এম.আবুল বাসার, ইলিয়াস আহমেদ, সহ-সাধারণ সম্পাদক সেলিম সরদার, কোষাধ্যক্ষ মহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, দপ্তর সম্পাদক রেজাউল করিম সেলিম, সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক ওহিদুজ্জামান টিপু, সমাজ কল্যাণ সম্পাদক আহসান হাবিব, ক্রীড়া সম্পাদক ওয়াহেদ আলী সিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক টিপু সুলতান প্রমুখ। বক্তব্যের শুরুতেই প্রয়াত সকল সাংবাদিকদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করেন। বক্তারা বলেন, প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের স্বার্থসংরক্ষণে সকলকে একত্রে কাজ করতে হবে। সাংবাদিকদের বিপদে সকলকে পাশে দাঁড়াতে হবে এবং সেই সাথে সাংবাদিক ঐক্য গড়ে তুলতে হবে। 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com