১৩ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

এই সাইটে প্রতি ঘণ্টায় সংবাদ আপলোড করলে পাঠকমহলে সাড়া জাগবে

Oct 22, 2013, 1:15:02 PM

এই সাইটে প্রতি ঘণ্টায় সংবাদ আপলোড করলে পাঠকমহলে সাড়া জাগবে

সম্পাদক মহোদয়,
পাবনা থেকে আপনি যে উদ্যোগ নিয়েছেন তা নিশ্চয়ই প্রশংসার দাবীদার। এছাড়া
ওয়েব পেইজের মেকাপ-গেটাপ সবকিছুই আমার কাছে রুচিশীল মনে হয়েছে। উদ্বোধনের
পর থেকে প্রতিদিনই আমি আপনাদের সাইটে প্রবেশ করছি।

তবুও পাবনা নিউজ টোয়েন্টি ফোর ডটকমের কাছে আমার প্রত্যাশা:
যেহেতু এটা টোয়েন্টি ফোর ডটকম, সেহেতু এই সাইটে প্রতি ঘণ্টায় সংবাদ আপলোড
করলে পাঠকমহলে সাড়া জাগবে। যদিও এটা সময়সাপেক্ষ। তবুও আমাদের মত পাঠকদের
চাহিদার বিষয়টি সম্পাদনা পরিষদ বিবেচনা করবেন আশা করি।

আপনাদের উত্তরোত্তর সম্মৃদ্ধি কামনা করছি।

ধন্যবাদসহ

আলাউল হোসেন
কাশীনাথপুর, পাবনা। 

alaulhossain@gmail.com 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com