১৩ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

আমিনপুর

Displaying 1-10 of 11 results.

আবারো সাজাপ্রাপ্রাপ্ত আসামী আটক আমিনপুর থানায়

আবারো সাজাপ্রাপ্রাপ্ত আসামী আটক আমিনপুর থানায়

নয়ন হোসেন- পাবনা জেলা আমিনপুর থানা সাজাপ্রাপ্ত আসামী আটক এর অভিযান বহাল রেখে পাবনা দায়রা জজ আদালত থেকে পাঠানো আদেশ ৬৩/০৯, জিআর ৩৪/০৯ (সুজা), মামলা নং-১৪-০২/০৯। ৬ বৎসর পরে ২ বৎসরের সশ্রম কারাদন্ড ও ১০০০ টাকা অর্থদন্ডের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে আমিনপুর থানা পুলিশ।

আটককৃত আসামী, আমিনপুর থানাস্থ আহম্মেদপুর (উত্তরপাড়া) এলাকার মৃত. সাহেব আলী শেখ এর ছেলে মোঃ আওয়াল শেখ @ গ্যাদা (৪৫)। রবিবার মধ্যরাতের দিকে আসামির নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। 

দীর্ঘ ৯ বৎসর পরে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার

দীর্ঘ ৯ বৎসর পরে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার

নয়ন হোসেন-  পাবনা দ্রুত বিচার ট্রাইবুনাল আদালত থেকে পাঠানো আদেশ এ দ্রুত  জিআর ০৫/২০০৬  (বেড়া) এর ৫ বৎসরের সশ্রম কারাদন্ডে দন্ডিত সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে আমিনপুর থানা পুলিশ।

আটককৃত আসামী পাবনা আমিনপুর থানাস্থ বসন্তপুর (মুজিববাধ) এলাকার মোঃ লালন শেখ এর ছেলে মোঃ সজন (৩০)।

শুক্রবার দিবাগত রাত রাত ২ টার  সময় আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

আমিনপুর থানার অফিচার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন জানান, গোপন সূত্রে জানা যায় দীর্ঘ নয় পালিয়ে থাকার পর আসামি নিজ বাড়িতে অবস্থান করছে তৎখনাত রাত্রিকালিন হাইওয়ে  ডিউটি...

সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে কে গ্রেফতার করেছে পুলিশ

সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে কে গ্রেফতার করেছে পুলিশ

নয়ন হোসেন-  লালমনিরহাট জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্ট থেকে পাঠানো আদেশ এ জিআর ১৪৮/০৫ এর মামলার সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে আমিনপুর থানা পুলিশ।

আটককৃত আসামী আমিনপুর থানাস্থ রাজনারায়নপুর এলাকার মৃত. আনার মোল্লার ছেলে মোঃ আঃ আউয়াল (৪৫)।

বৃহস্পতিবার সকাল পনে আট টার সময় কাশিনাথপুর মোড় থেকে গ্রেফতার করা হয়।

আমিনপুর থানার এএসআই রাসেল পারভেজ জানান, দির্ঘদিন পালিয়ে থাকার পরে গোপন সূত্রে জানা সে এলাকায় এসে তানিয়া গাড়িতে সুপারভাইজার এর কাজ করছে , জানা যায় নগরবাড়ি থেকে বগুড়াগামী সারে সাত টার গাড়িতে...

কাশিনাথপুরে এ তিন কেজি গাঁজা সহ আটক-১

কাশিনাথপুরে এ তিন কেজি গাঁজা সহ আটক-১

নয়ন হোসেন- তিন গাঁজা সহ  ১ জন কে আটক করেছে আমিনপুর থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত পনে এক টার সময় আমিনপুর থানাধীন কাশিনাথপুর বাসস্ট্যান্ড থেকে গাঁজা সহ আটক করে।

আটককৃত ব্যাক্তি, কুড়িগ্রাম জেলার হোসরেবালা গ্রামের মোঃ মনছের আলি মন্ডল এর ছেলে মোঃ নুর আলম (৪০) 

আমিনপুর থানার অফিচার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন জানান, রাত্রিকালিন হাইওয়ে নিরাপত্তা ও থানা এলাকা আইনসৃংখলা নিরাপত্তা মূলক ডিউটি চলাকালীন সময় কাশিনাথপুর মোড় এ  কুড়িগ্রাম হইতে  রাতের গাড়ি এসে থামলে গাড়ি থেকে কয়েকজন ব্যাক্তি নামে এর মধ্যে একজন ব্যাক্তির চালচলন সন্দেহজনক  মনে হওয়ায়...

২শ’৫০ লিটার চোলাই মদ সহ আটক ১

২শ’৫০ লিটার চোলাই মদ সহ আটক ১

নয়ন হোসেনঃ পাবনা জেলাস্থ আমিনপুর বাজার থেকে দেশীয় তৈরী চোলাই মদ সহ একজন কে আটক করেছে আমিনপুর থানা পুলিশ।

শনিবার রাত সারে এগাারোটার দিকে আমিনপুর বাজার এলাকায় বসত বাড়ি থেকে ২শ’ ৫০ লিটার মদ সহ তাকে আটক করে।

আটককৃত ব্যক্তি, আমিনপুর বাজার এলাকার মোঃ খোরশেদ এর ছেলে মোঃ খোকন (৩৫)।

আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসিম উদ্দিন জানান, গোপন সাংবাদের ভিত্তিতে জানা যায় আমিনপুর বাজার এলাকায় আসামির নিজ বসত বাড়িতে বিক্রয়ের উদ্দেশ্যে দেশীয় তৈরী চোলাই মদ প্যাকেট করছে, তৎখনাত এসআই মোঃ বেলাল হোসেন ও এএসআই রাসেল পারভেজ সঙ্গীয় ফোর্স সহ আসামির বাড়ি তল্লাশি...

দেশী চোলাই মদ সহ আটক ১

নয়ন হোসেন- ২০ লিটার চোলাই মদ সহ একজন মদ ব্যাবসায়ীকে আটক করেছে পাবনা জেলাস্থ আমিনপুর থানা পুলিশ।

রবিবার বিকাল সারে পাঁচটার সময় কাশিনাথপুর মোড় থেকে তাকে আটক করা হয়।

আটকৃত ব্যাক্তি হল, আমিনপুর থানাস্থ টাংবাড়ি পশ্চিমপারা এলাকার মোঃ কুদ্দুস শেখ এর ছেলে মাহবুব শেখ।

আমিনপুর থানার এএসআই রাসেল পারভেজ জানান, কাশিনাথপুর মোড় এ তাকে পাওয়া যায়, তার আচার আচরণ চলাফেরা সন্দেহ জনক মনে হওয়ায় তার কাছে পৌছে পুরো শরির তল্লাশী করে কিছু পাওয়া যায় না, আসামীর হাকে থাকা ব্যাগ তল্লাশী করে ২০ লিটার দেশী চোলাই মদ পাওয়া যায় তখন সে দৌড়ে পালানোর চেষ্টা করে, তখনই তাকে আটক করে...

২০৪ পিচ ইয়াবাসহ ১ জন কে গ্রেফতার করেছে আমিনপুর থানা পুলিশ

২০৪ পিচ ইয়াবাসহ ১ জন কে গ্রেফতার করেছে আমিনপুর থানা পুলিশ

নয়ন হোসেন-ইয়াবাসহ ১ জন কে গ্রেফতার করেছে আমিনপুর থানা পুলিশ।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ২শত ৪ পিচ ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যাক্তী রাজবাড়ী জেলার সদর উপজেলার লক্ষিকুল  গ্রামের মোকারম শেখের ছেলে নান্নু শেখ (২৬)। আমিনপুর থানার (ওসি) জসিম উদ্দিন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বেড়া উপজেলার জাতসাকিন ইউনিয়নের নাটিয়াবাড়ী এলাকায় একজন মাদক ব্যাবসায়ী বিক্রির উদ্দ্যেশ্যে ঘোড়াফেরা করছে তৎখনাত থানার এএসআই রাসেল পারভেজ সঙ্গীয় ফোর্স এর সহযোগীতায় সেখান থেকে নান্নু শেখকে ২০৪...

২৩ পিচ ইয়াবা সহ আটক ১

২৩ পিচ ইয়াবা সহ আটক ১

নয়ন হোসেন- ইয়াবা সহ ১জন কে আটক করেছে পাবনা জেলার আমিনপুর থানা পুলিশ।

বুধবার সকাল সারে আট টার দিকে আমিনপুর বাজার থেকে বিক্রয় করাকালীন বিক্রেতা কে আটক করা হয়।

আমিনপুর থানা অফিচার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় আমিনপুর বাজারে একজন ব্যাক্তি ইয়াবা বিক্রয় করিতেছে তখনই এএসআই রাসেল পারভেজ  নেতৃত্বে এক দল পুলিশ সেখানে পৌছালে সে পালানোর চেষ্টাকালে সঙ্গিয় ফোর্স এর সহযোগীতায় আসামী আসলাম কে ইয়াবা সহ আটক করা হয় এ সময় তার কাছে ২৩ পিচ ইয়াবা পাওয়া যায়।

আটককৃত ব্যাক্তি হলো- আমিনপুর থানাধীন রানীগ্রাম চকবন্দী গ্রামের মৃত...

চাচাতো ভাই এর হাতে ভাই খুন

নয়ন হোসেনঃ পাবনা জেলার আমিনপুর থানাস্থ কোমরপুর এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।

পারিবারিক শত্রুতার জের ধরে বৃহস্পতিবার আনুমানিক সন্ধা ছয়টার সময় নিহত ব্যাক্তির বাড়ির পার্শে সিদ্দিক মোড় এ  ৬/৭ ব্যাক্তি এসে আচমকা আক্রমনে করে হত্যার উদ্যেশ্যে শরিরের বিভিন্ন জায়গায় এলোপাথারী কুপিয়ে গুরতর আহত করে ফেলে রেখে যায়, পরে আহত ব্যাক্তিকে আহত অবস্থায় আত্বীয় স্বজনরা পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে আসে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার সাময়িক চিকিৎসা দেওয়ার পরে অবস্থা অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

পরদিন বিকাল ৪ টার সময়...

আমিনপুর থানার উদ্বোধন, পরিকল্পনামন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন

আমিনপুর থানার উদ্বোধন, পরিকল্পনামন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন

পাবনা: অবশেষে পাবনার বেড়া উপজেলার আমিনপুরে জেলার ১১তম থানার যাত্রা শুরু করলো। এতোদিন আমিনপুর ছিল পুলিশ তদন্ত কেন্দ্র। 
পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার বীর উত্তম রোববার সকাল সোয়া ১১টায় প্রধান অতিথি হিসেবে আমিনপুর থানার উদ্বোধন  করেন।
পরিকল্পনামন্ত্রী আমিনপুরকে থানা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। অবশেষে তার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত হলো। 
উদ্বোধনী অনুষ্ঠানে তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, পাবনা-৪ আসনের...

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com