১৫ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

আওয়ামীলীগের হরতাল বিরোধী মিছিল সমাবেশ

Oct 27, 2013, 1:38:51 PM

আওয়ামীলীগের হরতাল বিরোধী মিছিল সমাবেশ

স্টাফ রিপোর্টার ঃ ১৮ দলের ডাকা ৩দিনের হরতালের প্রথম দিনে রোববার হরতালের বিপক্ষে পাবনা শহরে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ দফায় দফায় মিছিল ও সমাবেশ করে করে। আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক এবং বিভিন্ন গোলিতে গোলিতে পদক্ষিণ করে। এ সময় তারা হরতাল বিরোধী বিভিন্ন শে¬াগান দেয়। মিছিল শেষে দলীয় কার্যলয়ের সামনে জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল রহিম লালের সভাপত্তিত্বে বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের সহ সভাপতি চন্দন কুমার চক্রবর্তী, আবুল কালাম আজাদ, সাংগাঠনি সম্পাদক অধ্যাপক আমিরুল ইসলাম, প্রচার সম্পাদক কামিল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, শেখ রাসেল আলী মাসুদ, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক রকিব হাসান টিপু, যুবলীগ নেতা ফাহিমুল কবির খান শান্ত, স্বেচ্চাসেবক লীগ সভাপিত জামিরুল ইসলাম মাইকেল, ছাত্রলীগ সভাপতি আহমেদ শরীফ ডাবলু, আব্দুললা আল- মামুন, মিজানুর রহমান সবুজ প্রমূখ। বক্তরা এ সময় বলেন- বিএনপি-জামাতের নৈরাজ্যের স্বাধীন বাংলায় হতে দেয়া হবেনা। রাজপথ আওয়ামীলীগের দখলে রাখার দৃঢ় প্রত্যায় ব্যক্ত করেন। 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com