১৫ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

আতাইকুলায় এক কৃষকের আত্ম হত্যা

Nov 10, 2013, 6:02:09 AM

আতাইকুলায় এক কৃষকের আত্ম হত্যা

কামরুল ইসলামঃ গতকাল রবিবার আতাইকুলা থানার চরপাড়া গ্রামের মোঃ আইয়ুব আলী রাতের অন্ধকারে গলায় দড়ি দিয়ে আত্ম হত্যা করেছেন। আতাইকুলা থানা সূত্রে জানা যায়, গত শনিবার দিন গত রাত ১২টার পর তার স্ত্রী স্বামীকে না পেয়ে খোজা খুজি করতে থাকে। এক পর্যায়ে বাড়ির পাশেই বাবলা গাছের সঙ্গে গলায় ফাস নিয়ে ঝুলে থাকতে দেখে চিৎকার দেয়। সকালে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে পাবনা মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে আতাইকুলা থানায় তার স্ত্রী হাজেরা খাতুন ইউডি মামলা দায়ের করেছেন। মামলা নং ১৮-১৩। পারিবারিক সূত্রে জানা যায়, তার এলাকার কিছু সন্ত্রাসী চাঁদা দাবি এবং মেয়েকে উত্যাক্ত করে আসছিল।

 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com