১৫ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে গরু সহ প্রায় চার লক্ষ টাকার ক্ষতি

Nov 13, 2013, 9:44:30 PM

ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে গরু সহ প্রায় চার লক্ষ টাকার ক্ষতি

ভাঙ্গুড়া সংবাদদাতাঃ ভাঙ্গুড়া উপজেলার শান্তি নগর গ্রামের কৃষক মোঃ সাইদুল ইসলামের বাড়িতে গতকাল গভীর রাতে তার গোয়াল ঘরে আগুন লেগে ৪ টি বিদেশি জাতের গাভী গরু ও গোয়াল ঘর পুড়ে গেছে। দুটি গাভী তৎক্ষনাত মারা গেছে। এতে করে তার প্রায় চার লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ঘুমন্ত সাইদুল টেরপেয়ে গরু গুলো উদ্ধার করতে গেলে তার মুখমন্ডল আগুনে পুড়ে ঝলসে গেছে। তিনি জানান গোয়াল ঘরের মোশার কয়েল থেকে আগুনের সুত্রপাত হয় । খবর পেয়ে আজ বুধবার উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক নগদ ১৫ হাজার টাকা ও ৩০ কেজি চাউল সহায়তা প্রদান করেন। এছাড়া তিনি আহত সাইদুল ও গাভী গুলোর চিকিৎসার ব্যবস্থা করেছেন। এ সময় নির্বাহী অফিসারের সাথে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন । 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com