১৫ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

আতাইকুলায় এক সড়ক দুর্ঘটনায় ১ মোটর সাইকেল আরোহী নিহত : আহত ১

Nov 18, 2013, 11:22:35 AM

আতাইকুলায় এক  সড়ক দুর্ঘটনায় ১ মোটর সাইকেল আরোহী নিহত : আহত ১

আতাইকুলা প্রতিনিধি : পাবনার আতাইকুলায় এক সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী এক ছাত্রলীগ কর্মী নিহত এবং অপর জন আহত হয়েছে।
পাবনার আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, আজ রাত ৮ টার দিকে জেলার বনগ্রামে আওয়ামীলীগ নেতা মোহাম্মদ নাসিমের জনসভা শেষে ছাত্রলীগ কর্মী মোটর সাইকেল অরোহী শিমুল তার এক সহযোগী সহ নিজ গ্রাম রঘুনাথপুরে ফিরছিল। পথিমধ্যে তারা আতাইকুলা বাজারে পৌছালে একটি শ্যালো ইঞ্জিন চালিত  নসিমন তাদের মোটর সাইকেল কে ধাক্কা দিলে ঘটনাস্থলে শিমুল নিহত এবং অপর ছাত্রলীগ কর্মী আরিফ আহত হয়।
আহতকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com