১৫ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

আতাইকুলায় অজ্ঞাত ব্যক্তির জবাই করা লাশ উদ্ধার

Nov 19, 2013, 3:26:39 AM

আতাইকুলায় অজ্ঞাত ব্যক্তির জবাই করা লাশ উদ্ধার

উজ্জ্বল হোসনে : পাবনার আতাইকুলা থানা পুলিশ জবাই করা এক অজ্ঞাত (৪০) ব্যাক্তির লাশ উদ্ধার করেছে। আজ মঙ্গলবার সকালে থানার গনেশপুর গ্রামের একটি ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, আজ সকালে ওই এলাকায় লোকজন মাঠে গিয়ে জবাই করা একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তার আনুমানিক বয়স ৪০ বছর। ধারনা করা হচ্ছে গত রাতে সন্ত্রাসীরা তাকে হত্যার পর গনেশপুর গ্রামের সাখাওয়াতের ধান ক্ষেতে ফেলে রেখে গেছে। এ ব্যাপারে থানায় ্একটি মামলা করা হবে বলেও তিনি জানান।

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com