১৭ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

সাঁথিয়ায় মুলার বাম্পার উৎপাদন

Nov 22, 2013, 8:20:58 AM

সাঁথিয়ায়  মুলার বাম্পার উৎপাদন

উজ্জ্বল হোসেনঃ পাবনার সাঁথিয়া উপজেলায় মুলার বাম্পার উৎপাদন। দামও ভালো পেয়ে কৃষকের মনে খুশির বন্যা। জানাযায়, চলতি বছরে উপজেলার কৃষকরা সবজি জাতীয় খাদ্য মূলা চাষ করে বাম্পার উৎপাদনের পায়। জমিতে মূলার বাম্পার উৎপাদন পেয়ে ভালো দামের আশায় বুক বাধে তারা । অবশেষে সেই ভালো দাম পায় চাষিরা। প্রতিদিন জমি থেকে শত শত মন মুলা সংগ্রহ করে স্থানীয় হাটে ও বাজারে ৫ শত থেকে ৬ শত টাকা মন বিক্রয় করছে। এ দাম পেয়ে কৃষকরা খুশিতে আত্মহারা। তারা জানান, প্রতি বছর মূলার দাম দীর্ঘ দিন ভালো থাকে নাই। এ বছর নানা কারনে দীর্ঘ দিন ধরে ভাল দাম পাওয়া যাচ্ছে। সাঁথিয়া উপজেলা সহকারী কৃষি সম্প্রসারন অফিসার আরশেদ আলী জানান চলতি বছর উপজেলায় প্রায় ২০০ হেক্টার  জমিতে মূলার উৎপাদন হয়েে

 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com