১৫ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

চাটমোহর থেকে প্রকাশিত দৈনিক চলনবিলের ৫ম জন্ম জয়ন্তী পালন

Nov 27, 2013, 11:34:33 PM

চাটমোহর থেকে প্রকাশিত দৈনিক চলনবিলের ৫ম জন্ম জয়ন্তী পালন

শফিকুল ইসলাম বাচ্চু ঃ গতকাল বিকেলে চাটমোহর থেকে প্রকাশিত প্রথম দৈনিক সংবাদ পত্র দৈনিক চলনবিলের ৫ম জন্ম জয়ন্তী পালিত হলো। বহুল প্রচারিত পত্রিকাটি আজ ৬ষ্ঠ বছরে পদার্পণ করলো। জন্ম জয়ন্তী পালন উপলক্ষ্যে পত্রিকাটির উপদেষ্টা খন্দকার রাজ্জাকুর রহমান টগরের সভাপতিত্বে নাড়িকেল পাড়াস্থ রূপা প্লাজায় কেক কাটা ও আলোচনা সভা অনুুিষ্ঠত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এ্যাডঃ সামসুদ্দিন খবির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি সামসুজ্জামান দুদু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান মুন্সি, ভাষা সৈনিক এ্যাডঃ গৌড় চন্দ্র সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া আজাদ, চাটমোহর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সনজু ও চাটমোহর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দসহ চাটমোহর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, বিশিষ্ট সাংবাদিক আব্দুল মান্নান পলাশ, সাপ্তাহিক সময় অসময় পত্রিকার সম্পাদক কে এম বেলাল হোসেন স্বপন, চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আরজ খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ইছহাক আলী মানিক, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান বিদ্যুৎ, বড়াল রক্ষা ও চলনবিল রক্ষা আন্দোলনের সদস্য সচিব এস এম মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আফসার আলী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অমল জেডি কস্তা, যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর দত্ত চৈতন্য প্রমুখ। দৈনিক চলনবিল অত্র এলাকার মানুষের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় বক্তাগন পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। আগামী দিনে দৈনিক চলনবিলসহ চাটমোহর থেকে প্রকাশিত অন্যান্য সংবাদপত্রকে সার্বিক সহায়তার আশ্বাস দেন। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, চাটমোহরে কর্মরত সাংবাদিক বৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি, হকারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক হাবীব কাজল। 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com