১৫ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

সম্মিলিত সাংস্বৃতিক জোটের শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

Dec 14, 2013, 9:36:54 AM

সম্মিলিত সাংস্বৃতিক জোটের শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

আইএনএস ॥ পাবনায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। আজ সকাল ১০টায় জোটের একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদণি করে দুর্জয় পাবনায় গিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুস্পার্ঘ অর্পন করা হয়।  এ সময় বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি আবুল কাশেম, বিপ্লব ভট্টাচার্য, আব্দুল হাই আল হাদী, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম লিটন, অর্থ সম্পাদক বাচ্চু, প্রচার সম্পাদক শামীমা রায়হান চন্দন, সাংস্কৃতিক সম্পাদক ভাস্কর চৌধুরী, ঝংকার শিল্পি গোষ্ঠীর সালা আলফাতা ও আশরাফ প্রমুখ। এসময় অন্যান সাংস্কৃতিক কর্মী উপস্থিত ছিলেন।  

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com