১৭ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

চাটমোহর মুক্ত দিবস পালিত

Dec 20, 2013, 11:32:01 AM

চাটমোহর মুক্ত দিবস পালিত

চাটমোহর মুক্ত দিবস পালিত

চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে হানাদার মুক্ত দিবস পালন উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ বর্নাঢ্য র‌্যালী  ও আলোচনা সভার আয়োজন করে।

শুক্রবার সকাল ১০ টায় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও এলাকার সাধারন মানুষের অংশ গ্রহনে বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালিটি পৌরসভার প্রধান সড়ক প্রর্দক্ষিন করে। পরে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে সাবেক কমান্ডার গাজী এসএম মোজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা গোলজার হোসেন, আতাউর রহমান রানা, এসকেন্দার আলী ভূট্টো, অমল জে ডি কস্তা, আব্দুল জলিল, মুক্তিযোদ্ধা সন্তান নূরে আলম মঞ্জু, সাংবাদিক হেলালুর রহমান জুয়েল, শামীম হাসান মিলন প্রমূখ।

উল্লেখ্য, ১৬ ডিসেম্বর বাংলাদেশের মানুষ যখন বিজয়ের উল্লাসে মেতে উঠেছে। তখনও চাটমোহরে পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা অবস্থান করছিল। মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পনে রাজি হয় হানাদার বাহিনী।  ১৯৭১ সালের ২০ ডিসেম্বর পাক বাহিনী আত্মসমর্পণ করার পর চাটমোহর হানাদার মুক্ত হয়। পাকিস্তানের পতাকা নামিয়ে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়। 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com