১৭ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

ঈশ্বরদী ইপিজেড এলাকায় রাস্তা সংরণ কমিটির সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ

Dec 21, 2013, 1:34:24 PM

ঈশ্বরদী ইপিজেড এলাকায় রাস্তা সংরণ কমিটির সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ

বার্তা সংস্থা পিপ : শুকবার সন্ধ্যায় যুক্তিতলা বটতলা মোড়ে ইপিজেড সংলগ্ন রাস্তা সংরণ কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির আহ্বায়ক এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব আবুল কাশেম সভাপতিত্ব করেন। বক্তব্য দেন, আওয়ামীলীগ সভাপতি আনিসুন্নবী বিশ্বাস, বিএনপির কেন্দ্রীয় সদস্য বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার, জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় সহসভাপতি রশিদুল্লাহ্, পাকশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল কালাম আজাদ, পাকশী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু মন্ডল, অবসরপ্রাপ্ত প্রধান শিক আমজাদ হোসেন, জাসদ নেতা  ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলম। বক্তারা দলমত নির্বিশেষে ঘোষণা দেন যে, দলীয় সংকীর্নতার উর্দ্ধে থেকে আইন শৃঙ্খলা রাসহ ভালো পরিবেশ বজায় রাখার স্বার্থে ইপিজেড র্কৃপকে সহযোগিতা করা হবে। যুক্তিতলা বাসীর চলাচলের স্বার্থে বটতলা মোড় থেকে পাইলট রেললাইন হয়ে পাকশীর মধ্যে চলাচলের একমাত্র ইপিজেড  সংলগ্ন রাস্তাটি যাতে ইপিজেড কর্তৃপ চালু রাখে। সভায়  সর্বদলীয় নেতাদের ঘোষিত সিদ্ধান্ত অমান্যকারীরা যে কোন রাজনৈতিক দলের সদস্য হলেও তার বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে। বক্তারা আরও বলেন, ঈশ্বরদী ইপিজেড স্থাপিত হওয়ায় এলাকার মানুষের তথা দেশের উন্নয়ন হচ্ছে। এই উন্নয়নকে কোন ভাবেই বাধা দেওয়া যাবে না। সভায় আরও একটি কমিটি গঠনের মাধ্যমে ইপিজেড কর্তৃপরে সঙ্গে যে কোন দিন রাস্তাটি চূড়ান্তভাবে চালু রাখা সংক্রান্ত বৈঠকে অংশ  গ্রহণেরও সিদ্ধান্ত গৃহিত হয়। উল্লেখ্য যে, ইপিজেড স্থাপনের কাজ শুরুর সময় উল্লেখিত রাস্তার জন্য ৬০ ফুট জায়গা ছেড়ে ইপিজেডের সীমানা নির্ধারণ করা হয়। 

 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com