১৭ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

ঈশ্বরদীর প্রাচীন ধ্বংসাবশেষ পরিদর্শনে যাচ্ছেন প্রত্নতত্ত্ববিদ দল

Dec 24, 2013, 2:26:06 PM

ঈশ্বরদীর প্রাচীন ধ্বংসাবশেষ পরিদর্শনে যাচ্ছেন প্রত্নতত্ত্ববিদ দল

মাটির ২৫ ফুট নিচে প্রাচীন ধ্বংসাবশেষ ও সুড়ঙ্গ পথ এবং বাড়ি সদৃশ স্থাপনা পরিদর্শনে বুধবার ৩ সদস্যের প্রতিনিধি দল ঈশ্বরদীর লক্ষীকুণ্ডা ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামে যাচ্ছেন। দেশের রাজনৈতিক অস্থিরতা ও অবরোধের কারণে মঙ্গলবার ওই এলাকায় আনুষ্ঠানিক পরিদর্শন করতে পারেননি প্রত্নতত্ত্ববিদদের টিম। তবে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সানোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে পাবনা জেলা প্রশাসক বরাবর লিখিত প্রতিবেদন মঙ্গলবার বিকেলে ফ্যাক্সযোগে পাঠিয়েছেন বলে জানান তিনি। প্রত্নতত্ত্ব বিভাগের রাজশাহী বিভাগীয় আঞ্চলিক পরিচালক বাদরুল আলম জানান, মঙ্গলবার অবরোধের কারণে ঈশ্বরদীতে যেতে না পারলেও বুধবার ৩ সদস্যের একটি টিম ঈশ্বরদীর নীলকুঠির ধ্বংসাবশেষ ও মাটির ২৫ ফুট নিচে প্রাচীন সুড়ঙ্গ পথ এবং ইটের তৈরি বাড়ি সদৃশ স্থাপনার স্থান আনুষ্ঠানিকভাবে পরিদর্শনে যাবেন তারা। ঈশ্বরদীর ওই প্রাচীন স্থাপনার খবর নিউজ পাবনা টকমসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর ঈশ্বরদীর লীকুণ্ডায় দূর-দূরান্ত থেকে দলে দলে উৎসুক মানুষ আসছেন ওই এলাকায়, তবে পুলিশি প্রহরা থাকায় অনেক দূর থেকেই সুড়ঙ্গপথটি এক নজর দেখে ফিরে যেতে হচ্ছে তাদের। পাবনা জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন জানান, ওই এলাকায় প্রত্নতত্ত্ববিভাগের বিশেষজ্ঞদল আসছেন বুধবার। তারা পরিদর্শন করে বলতে পারবেন সেখানকার সর্বশেষ অবস্থা।  

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com