১৭ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

ঈশ্বরদীতে সরিষা ফুলে ছেয়ে গেছে বিস্তৃর্ণ মাঠ

Dec 26, 2013, 12:06:52 AM

ঈশ্বরদীতে সরিষা ফুলে ছেয়ে গেছে বিস্তৃর্ণ মাঠ

সেলিম আহমেদ: ঋতুর পালা বদলে শীতের আগমনী বার্তায় মাঠে মাঠে এখন শোভা পাচ্ছে সৌন্দর্য্য মন্ডিত সরিষা ফুল। গ্রামের দিগন্ত মাঠ সেজেছে হলুদ সরিষা ফুলের সমারোহে। সরিষা ফুলের মুহ মুহ গন্ধ সকলকেই আকৃষ্ট করে। ঈশ্বরদী উপজেলার বিভিন্ন এলাকায় এবার সরিষার আবাদ হয়েছে চোখে পড়ার মতো। উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, হলুদ ফুলে ফুলে ছেয়ে গেছে সরিষা গাছ। কিছুদিনের মধ্যে উঠে আসবে চাষিদের প্রতিক্ষিত ফসল সরিষা। আবহাওয়া অনুকূলে থাকার ফলে এ বছর ঈশ্বরদীতে সরিষার বাম্পার ফলন হবে এমনটাই আশা করছেন কৃষকেরা। 
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানান, চলতি মৌসুমে উপজেলায় সরিষা আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয় ৯৮০ হেক্টর। এবার আবাদ হয়েছে প্রায় ৯৮৩ হেক্টর যা লক্ষমাত্রা অতিক্রম করেছে। মোকারামপুর গ্রামের বাসিন্দা কৃষক আলম প্রামানিক জানান, ভালো ফসল হবে এমনটাই আশা করছি। তবে কৃষকদের সরিষা চাষে আগ্রহ সৃষ্টির জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কোনো ভূমিকা নেই বলে অভিযোগ কৃষকদের। তাদের মতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যদি কৃষকদের প্রশিক্ষণসহ যথারীতি দেখা শোনা করে তাহলে অনেক অনাবাদি জমিতে আরও বেশি সবজিসহ সরিষা চাষ করা সম্ভব। কৃষক শহিদুল ইসলাম বলেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রয়োজনীয় পরামর্শ ও সার্বিক সহযোগীতা এবং সরিষার ন্যায্যমূল্য পেলে এ অঞ্চলের কৃষকরা ধান চাষের পাশাপাশি সরিষা চাষে আরও বেশি এগিয়ে আসবে। সরিষা শাক এখন খুবই জনপ্রিয়। তাই এ অঞ্চলের অনেক কৃষক শুধু শাক বিক্রি করতেই সরিষা চাষ করেন। অল্প সময়ে বেশি লাভ হচ্ছে বলে জানান কৃষকেরা। তারা বলেন, স্বল্প সময়ের মধ্যে হাতে টাকা পাওয়া যায় তাই শাক বিক্রি করে দেই। ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খুরশিদ আলম জানান, মাত্র ১০ শতাংশ জমিতে সরিষা চাষ করলে ৬-৭ জনের পরিবারের এক বছরের তেলের চাহিদা মিটে যায়। উপজেলায় এবার সরিষার ফলন বেশ ভালো হবে বলে আশা করা যাচ্ছে। বাজারে সরিষার দাম ভালো পাওয়া গেলে কৃষকের লাভের অংকটা একটু বেশি হবে। তিনি আরও বলেন, জমিতে বিঘায় চার মণ কোন কোন জমিতে পাঁচ মণ সরিষা পাওয়া যাবে। এবার দাম ভালো পেলে আগামীতে ঈশ্বরদীর কৃষকেরা সরিষা চাষে আগ্রহী হবে। - See more at: http://www.fairnews24.com/details.php?id=16772#sthash.PuXAu2g8.dpuf 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com