১৭ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

চাটমোহরের কুমারগাড়া পশ্চিমপাড়া জামে মসজিদে আজান ও নামাজ বন্ধ

Dec 27, 2013, 12:59:57 AM

চাটমোহরের কুমারগাড়া পশ্চিমপাড়া জামে মসজিদে আজান ও নামাজ বন্ধ

হেলালুর রহমান জুয়েল : পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া পশ্চিমপাড়া জামে মসজিদে ইমামকে লাঞ্ছিত ঘটনার জের ধরে গত ৫দিন যাবত আজান ও নামাজ হচ্ছে না। এলাকার মুসুল্লীরা এ নিয়ে চরম হতাশায় রয়েছেন। তারা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। এলাকাবাসী জানান, মসজিদের পেশ ইমাম রাশেদুল ইসলাম প্রায় ৩ বছর যাবত এই মসজিদে নিয়মিত নামাজ পড়াতেন। সম্প্রতি ইমামের সাথে মসজিদ কমিটির সম্পাদক খলিলুর রহমানের ছেলে ইসমাইল হোসেনের বিরোধ হয়। এক পর্যায়ে তাকে লাঞ্ছিত করা হয়। এ ঘটনার পর সম্পাদক ইমামকে নামাজ পড়াতে নিষেধ করে এবং চলে যেতে বলেন। ইমাম এলাকাবাসীর কাছ থেকে বিদায় চাইলে তাকে না যাবার জন্য অনুরোধ করেন। এতে সম্পাদক খলিলুর রহমান ও তার ছেলে মসজিদে আসা ও নামাজ আদায় বন্ধ করে দেন। এমতাবস্থায় ইমাম রাশেদুল ইসলাম গত শনিবার থেকে ইমাম না আসার কারেণে মসজিদে নামাজ ও আযান বন্ধ রয়েছে। এ ব্যাপারে মসজিদ কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, আমি গতকাল (বুধবার) সন্ধ্যায় বিষয়টি জেনেছি, এখন দেখি কি করা যায়। আমি ব্যস্ততার কারেণে খোঁজ নিতে পারিনি।
এ ব্যাপারে মসজিদ কমিটির সম্পাদক খলিলুর রহমানের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। বিলচলন ইউপি সদস্য মোঃ ফরিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি বৃহস্পতিবার বাদ মাগরিব এলাকাবাসীকে নিয়ে একটি সভা আহবান করেছি। আশা করি সমাধান হয়ে যাবে। এলাকার মুসুল্লিরা এ ব্যাপারে কমিটির সম্পাদককে দায়ী করে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য মসজিদ কমিটির সভাপতির কাছে দাবি জানিয়েছেন। 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com