১৩ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

ফরিদপুরে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল চতুর্থ শ্রেণীর ছাত্

Dec 27, 2013, 10:54:02 AM

ফরিদপুরে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল চতুর্থ শ্রেণীর ছাত্

ফরিদপুর প্রতিনিধি : ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল ব্র্যাক স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্রী রিনা খাতুন। তাকে একই গ্রামের শামীমের (১৭) এর সঙ্গে গত শুক্রবার ধুমধাম করে গরু জবেহ করে বিয়ের আয়োজন করা হয়েছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ডি.এম. আতিকুর রহমান, ফরিদপুর থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন ও ডেমরা ইউপি চেয়ারম্যান মলয় কুমার কুন্ডুকে সঙ্গে নিয়ে গিয়ে বিয়ে বন্ধ করে দেয় এবং ছেলের বাবা রহমত আলী ও চাচা এবাদ আলী এবং মেয়ের বাবা রেজাউল ও চাচা আক্কাছ আলী প্রত্যেককে কে ৭দিন করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়ে জেলে পাঠায়। 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com