১৩ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

আটঘরিয়ার সড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে জেএসসিতে শতভাগ পাশ

Dec 29, 2013, 1:26:51 PM

আটঘরিয়ার সড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে জেএসসিতে শতভাগ পাশ

পিপ :পাবনার আটঘরিয়ায় সড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয় থেকে ৯৩ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সকলেই উত্তীর্ণ হয়েছে। পাশের হাত শতভাগ। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: ইন্তাজ আলী বিশ্বাস বকুল জানান, এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় স্কুল থেকে ৯৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তন্মধ্যে ১১ জন এ প্লাস, ৪১ জন এ ও ২৫ জন এ মাইনাস, ১১ জন বি, ৪ জন সি ও ১ জন ডি গ্রেড পেয়ে সকলেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। প্রতিষ্ঠান প্রধান মো: ইদ্রিস আলী বলেন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, ম্যানেজিং কমিটির সুষ্ঠু তদারকি আর অভিভাবকদের সার্বিক সহযোগিতায় এই ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে।  

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com