১৭ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

মঞ্চ নাটক ‘ঘা’ শুভ মহরত

Jan 3, 2014, 2:16:28 PM

মঞ্চ নাটক ‘ঘা’ শুভ মহরত

মঞ্চ নাটক ‘ঘা’ শুভ মহরত

শহর প্রতিনিধি ঃ নতুন বছর ২০১৪কে স্বাগত জানিয়ে শুভ বার্তা নিয়ে আতœপ্রকাশ করলো তারপুরা সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্রের আরও একটি শাখা-“তানপুরা থিয়েটার”। প্রথম প্রযোজনা নাটক-“ঘা”। নাট্যকার ও নির্দেশক ফিরোজ খন্দকার। তানপুরা প্রকাশনী ও তানপুরা মিডিয়া নামে আরও দুইটি শাখা আনুষ্ঠানিক আতœপ্রকাশ হয়। ৩/১/১৪ শুক্রবার বিকাল ৪টায় তানপুরার অস্থায়ী কার্যালয়ে তানপুরা থিয়েটারের প্রথম প্রযোজনা মঞ্চ নাটক ‘ঘা’ এর শুভ মহরত অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন কবি ও গল্পকার এবং সামছুল হুদা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এনামুল হক টগর। বিশেষ অতিথি সাংস্কৃতিক অনুরাগী, পাবনা টাউন গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক রবিউল করিম ফিরোজ, থিয়েটার‘৭৭ এর সাধারণ সম্পাদক আবুল কাশেম, গণমঞ্চের সভাপতি শ্রী গনেশ দাস, ডর্ক্টস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক, জালাল মেমোরিয়াল হসপিটাল এন্ড ডায়াগনোস্টিক সেন্টারের পরিচালক ডা. আহম্মেদ মোস্তফা নোমান। সভাপতিত্ব করেন কবি ও গল্পকার, তানপুরার সহ-সভাপতি ডা. মোখলেছুর রহমান মুকুল। তাদের ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান তানপুরার কর্মী আমিনা খাতুন, মিতা, সেতু। প্রধান অতিথির হাত থেকে ফুলের তোরা ও নাটকের স্ক্রিপ্ট গ্রহণ করেন তানপুরার সভাপতি, নাট্যকার ও নির্দেশক ফিরোজ খন্দকার। স্বাগত বক্তব্য দেন এবং তানপুরার ফেইসবুক ফ্যান পেইজ উদ্বোধন করেন তানপুরার সাধারণ সম্পাদক জুবায়ের খান প্রিন্স। িি.িভধপবনড়ড়শ.পড়স/ঃধহঢ়ঁৎধসবফরধ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তরণ সাহিত্য আসরের সভাপতি কবি ও গল্পকার আলমগীর কবির হৃদয়, সুনাম গ্রাফ এর পরিচালক ফজলুল হক সুমন, ওসাকা এনজিও এর সিইও মাজাহারুল ইসলাম। বক্তারা বলেন তানপুরার সকল কর্মকান্ডে আমরা আশাবাদী। তারা নিশ্চয় শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকান্ডের ধারাবাহিকতা রক্ষা করে আরও উত্তোরত্তর সম্ভাবনাময় নাটক দেশবাসীকে উপহার দিবেন। 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com