১৭ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

ইসলামী ব্যাংক থেকে ঋণ দেয়ার নামে প্রতারণা ॥ প্রতারক আটক

Jan 4, 2014, 12:33:23 PM

ইসলামী ব্যাংক থেকে ঋণ দেয়ার নামে প্রতারণা ॥ প্রতারক আটক

সংবাদদাতা ॥ ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়ে দেয়ার নামে নিরীহ লোকদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে ব্যাংক কর্মচারীরা পাকড়াও করেছে দাপুনিয়ার এক প্রতারককে। শুধু তাই নয় এলাকায় নিজেকে অবিবাহিত পরিচয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন পরিবারের কাছ থেকে টাকা আদায়সহ দীর্ঘদিন প্রতারণা করে আসছে ওই প্রতারক। ভুক্তভোগিরা সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেছেন।

অভিযোগকারীদের অভিযোগ সূত্রে জানা গেছে, পাবনা সদর উপজেলার দাপুনিয়া গ্রামের বিশারদ প্রামাণিকের ছেলে গণপূর্ত বিভাগের প্রহরী আফজাল হোসেন ইসলামী ব্যাংক থেকে ১ লাখ টাকা ঋণ নিয়ে দেয়ার নাম করে এবং নিজেকে একজন ব্যাংক কর্মকর্তা পরিচয়ে উপজেলার মালঞ্চি ইউনিয়নের ললমুরা গ্রামের মৃত ওমর আলীর ছেলে ডিম ব্যবসায়ী চাঁদ আলীর কাছ থেকে ১ হাজার টাকা এবং গয়েশপুর ইউনিয়নের  নায়েব আলীর ছেলে রং মিস্ত্রী সুজন আলীর কাছ থেকে ১ হাজার ৭’শ টাকা চুক্তিবদ্ধ হয়। গতকাল শুক্রবার বেলা ১২ টার দিকে প্রতারক আফজাল হোসেন ওই দুই ব্যক্তিকে সাথে নিয়ে ইসলামী ব্যাংকে না গিয়ে পাবনার সোনাপট্টিতে অবস্থিত আল-আরাফাহ ইসলামী ব্যাংকে যায়। এদের গতিবিধি সন্দেহ হলে ব্যাংক কর্মচারীরা তাদের জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি ফাঁস হয়ে যায়। এক পর্যায়ে ব্যাংক কর্মচারীরা প্রতারক আফজাল হোসেনকে এবং তার সাথে থাকা দুই ব্যক্তিকে পাকড়াও করে আরও জিজ্ঞাসাবাদ করলে উভয়পক্ষ ঘটনার সত্যতা স্বীকার করে। তাদের স্বীকারোক্তিতে আরও জানা যায়, এর আগের দিন আরও দুই ব্যক্তির কাছ থেকে ঋণ দেয়ার নাম করে টাকা আদায় করেছে। ঘটনার স্বীকার সুজন আলী জানান, প্রতারক আফজাল হোসেন ব্যাংক থেকে ঋন দেয়ার নামে টাকা আদায় করার পাশাপাশি নিজেকে অবিবাহিত বলে বিয়ে করার জন্য বিভিন্ন পরিবারের কাছ থেকেও টাকা আদায় করেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে ব্যাংক কর্মকর্তাগণ জানিয়েছেন। 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com