১৭ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

দোগাছী ইউপি চেয়ারম্যানের সভাপতিত্বে ব্লকগ্রান কো-অডিনেশন সভা ইউপি কার্যালয়ে অনুষ্ঠিত

Jan 5, 2014, 12:36:30 PM

দোগাছী ইউপি চেয়ারম্যানের সভাপতিত্বে ব্লকগ্রান   কো-অডিনেশন সভা ইউপি কার্যালয়ে অনুষ্ঠিত

পিপ : পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (ইউপি) বেগম শামীমা নার্গিস এর দিগ নির্দেশনা ক্রমে গত ৪ জানুয়ারী সকালের দিকে (ইউপি) কার্যালয়ে ব্লক গ্রান কো-অডিনেশন কমিটির বিজিসিসি এর এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় ইউনিয়ন পরিষদের ৯ জন ইউপি সদস্য ও মহিলা আসনের ৩ জন ইউপি সদস্যা, (ইউপি) সচিব, ট্যাগ অফিসার ও গ্রাম প্রধানগণ উপস্থিত ছিলেন। জনগণের ভোটে নির্বাচিত জন প্রতিনিধি দোগাছী ইউডিনয়ন পরিষদের চেয়ারম্যান, এলজিএসপি প্রকল্প কাজের আয়ন-ব্যয়ন কর্মকর্তা ও গ্রাম আদালতের বিচারক মোঃ শামছুল আলম, তার ইউনিয়নের ৯টি ওয়ার্ডের গ্রামীন অবকাঠামো কর্মসূচীর আওতায় জনগনের অবহেলীত দৃশ্যমান স্কীমের তালিকা তৈরী করে (এলজিএসপি) কাজ বাস্তবায়নের জন্য জমা দেওয়ার আহবান জানান। চেয়ারম্যান আরও বলেন প্রতিটি ওয়ার্ডে, ওয়ার্ড বাসীকে সাথে নিয়ে তাদের মতামতের ভিত্তিতে প্রকল্প জমাদানের নির্দেশ দেন। প্রকল্পের কাজ কোটেশ বিজ্ঞপ্তির মাধ্যমে ও ঠিকাদার নিয়োগের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। ইউপি পরিষদের ১২ জন ইউপি সদস্য ও সদস্যাগণ তাদের আশাবাদ ব্যক্ত করেন যে নানা সফলতা, ব্যর্থতা, আশা-নিরাশার পর্ব ভেদ করে এবং ২০১৩ সালের রাজনৈতিক সহিংসতার দগদগে ঘা সাথে নিয়েই ইউনিয়ন বাসী ২০১৪তে পদার্পন করলেন। যাবতীয় ব্যর্থতাকে ভুলে নতুন করে ইউনিয়ন গড়ার দৃঢ় প্রত্যয় বুকে ধরে উন্নয়নের আশার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন চেয়ারম্যান, ২০১৪ সালকে নতুন উন্নয়নের আঙ্গিকে দোগাছী ইউনিয়নবাসীর সামনে এসে কড়া নাড়ে। কাবিখা, টিআর, কর্মসৃজন কর্মসূচী, এলজিএসপি, ভিজিডি কার্ড, ভিজিএফ কার্ড, বয়স্কভাতা কার্ড, বিধবা ভাতা কার্ড, স্বামী পরিত্যক্ত কার্ড, গর্ভকালীন ভাতা কার্ড, প্রতিবন্ধী ভাতা কার্ডসহ সরকারী রাজস্ব ট্যাক্স আদায়, জন্ম ও মৃত নিবন্ধন তালিকা, নাগরিক সনদপত্র, ওয়ারিশ সার্টিফিকেটসহ স্থানীয় সরকার প্রতিনিধি ইউপি চেয়ারম্যান তার দতা, সততা, অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাহসিকতার সাথে জনগণকে সার্বণিক সেবা ও শ্রম দিয়ে আসছে। এছাড়াও সব চেয়ে জনগুরুত্বপূর্ণ সেবা গ্রামীন আদালতের বিচার কার্যালয়ের বিচারক এর দায়ীত্ব কর্তব্য তিনি নিষ্ঠার সাথে বিচার কার্যক্রম পরিচালনা করে ন্যায় বিচারের জন্য ইউনিয়ন বাসীর কাছে ব্যাপক প্রশংসিত হয়েছেন। ফৌজদারী আদালতে দায়েরকৃত মামলাগুলো ও গ্রামের স্থানীয় বাসিন্দাদের ইউনিয়ন পরিষদে দায়েরকৃত মামলাগুলো নিষ্পত্তির জন্য প্রেরণ করে থাকেন। চেয়ারম্যান উক্ত মামলাগুলো বাদী-বিবাদী পরিষদে হাজির করে ন্যায় বিচার করেন। এতে বাদী-বিবাদী অর্থ অবচয় থেকে একদিকে রা পাচ্ছেন, অন্য দিকে অল্প সময়ের মধ্যে ন্যায় বিচার পাচ্ছেন। 

 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com