১৩ আষাঢ় ১৪৩১
 

সর্বশেষ

সংখ্যা লঘূদের উপর সহিংসতার প্রতিবাদ সভা

Jan 8, 2014, 12:18:26 PM

সংখ্যা লঘূদের উপর সহিংসতার প্রতিবাদ সভা

মো: সাইদুল ইসলাম, ফরিদপুর : দেশের বিভিন্ন এলাকায় নির্বাচন পরবর্তী সংখ্যালঘূদের উপর সহিংসতা অগ্নি সংযোগ লুট পাটের প্রতিবাদের  ফরিদপুর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ এক প্রতিবাদ সভা করে। সম্পাদক দিলিপ কুমার ঘোষের আহবানে সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ জিতেশ চন্দ্র সরকার। দোষীদের কঠোর শাস্তি দাবি করে বক্তব্য রাখেন দীলিপ সাহা, দিপক সরকার, প্রবীর কুন্ডু, আনন্দ হালদার, শুশ্বান্ত সাহা, পিন্টু কুন্ডু, জয়দেব কর্মকার, কান্টু কর্মকার প্রমুখ। 

 
 
 
পাবনা নিউজ২৪.কম
থানাপাড়া (হেলেন কটেজ), পাবনা-৬৬০০
ই-মেইলঃ newsroom@pabnanews24.com